২০২৪-২৫ অর্ বছরে পেস্টিসােইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বালাইনাশকের খালি বোতল/প্যাকেট নিকস্থ বালাইনাশকের খুচরা ও পাইকারি ডিলারের দোকানে জমা দিয়ে কেজি প্রতি ৩০ টাকা বুঝে নিন। তবে কাঁচ ও টিনের বোতল সংগ্রহ করা হবে না। বালাইনাশকের খালি বোতল/প্যাকেট কমপক্ষে ৩ বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে জমা দিন। এছাড়াও বালাইনাশকের খালি বোতল/প্যাকেট সরাসরি উপজেলা কৃষি অফিসে নিয়ে এসে কেজি প্রতি ৩০ টাকা বুঝে নিন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস